নয়াপল্টনে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিএনপির আটক নেতাকর্মীদের

আগের সংবাদ

প্রিজন ভ্যানে বিএনপি নেতাকর্মীরা

পরের সংবাদ

ডিবি প্রধান হারুন

চাল-ডাল মজুদ, বিএনপির দুরভিসন্ধিমূলক চিন্তা

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২ , ১০:১৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৭, ২০২২ , ১০:২৭ অপরাহ্ণ

বিএনপি সমাবেশের তিনদিন আগেই রাজধানী পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বসে পড়া ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপসহ চাল, ডাল ও পানি মজুদ করাকে দুরভিসন্ধিমূলক বলে আখ্যায়িত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন আর রশীদ।

বুধবার (৭ডিসেম্বর) রাতে বিএনপি কার্যালয়ের সামনে থেকে উদ্ধার করা ১৫টি বোমা নিষ্ক্রিয় করার সময় সাংবাদিকদের এসব তথ্য জানা তিনি।

ডিবি প্রধান বলেন, তাদের সমাবেশ অনুষ্ঠিত হতে এখনো তিনদিন বাকি। তবে এর মধ্যেই তারা পার্টি অফিসের সামনে বসে পড়লেন। পুলিশ যখন তাদের নিষেধ করলেন শুরু হলো ইট-পাটকেল ছোড়া ককটেল নিক্ষেপ করা। এ সময় আমাদের অনেক সদস্য আহত হলে আমরা বিএনপির পল্টন অফিসে প্রবেশ করি। এ সময় সেখানে গিয়ে অবিস্ফোরিত ককটেল ছাড়াও ২ লাখ টাকা, ১৬০ বস্তা চাল, লাখ-লাখ পানির বোতল ও রান্না করা খিচুরি দেখতে পাই। তিনি আরো বলেন, আমাদের কথা হলো যেখানে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য ১০ ডিসেম্বর তাদের অনুমতি দেয়া হলে সেখানে তার ৩দিন আগেই তারা রাস্তায় বসে পড়লেন। তারা সেখানে যাবেন না এটা নিয়েও দর কষাকষি হতে পারতো। তবে এর মধ্যেই তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করলেন। তাদের চাল, পানি ও খিচুড়ি নিয়ে বসে পড়াটাকে আমরা দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বলে মনে করছি। আসলে তারা পার্টি অফিসের সামনে বসে রাস্তাঘাট বন্ধ করাসহ দীর্ঘ মেয়াদে বিভিন্ন ধনের ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। তবে পরিকল্পনা আমরা ধরতে পেরে অভিযানে নেমে ককটেল উদ্ধারসহ ৩০০ এর বেশি তাদের নেতা-কর্মীকে আট করেছি। এর মধ্যেই অনেকেই আবার বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাদের জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাচাই শেষে মামলা হবে বলেও জানান তিনি।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়