×

স্বাস্থ্য

স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে সবার প্রতি আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৮:৪৬ পিএম

স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে সবার প্রতি আহ্বান

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্থ হতে সবাইকে আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। ‘স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা : সুযোগ, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল সংলাপে বক্তারা এসব কথা বলেন। স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) এনজিও বিষয়ক ব্যুরোর সভাকক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান (অতিরিক্ত সচিব)। বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান, বিএনএনআরসি’র পরামর্শক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রেহান উদ্দিন আহমেদ রাজু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর যুগ্মসচিব মো. মোখলেছুর রহমান, যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন যুগ্মসচিব ও এনজিও বিষয়ক ব্যুরো প্রকল্প-১ পরিচালক তপন কুমার বিশ্বাস। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে পোঁছানোর জন্য নিরলসভাবে কাজ করছে। জনসাধারণকে সেই সুযোগ-সুবিধাসমূহ গ্রহণ করতে উদ্বুদ্ধ করতে হবে যেন তারা সংষ্কার এর বশে বা অন্য কোনকিছুর ভয়ে চিকিৎসাসেবা থেকে নিজেকে বা পরিবারের অন্যান্য সদস্যদেরকে বঞ্চিত না করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App