×

বিনোদন

সিনেমার ফেরিওয়ালার জন্মদিন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ১১:১৮ এএম

সিনেমার ফেরিওয়ালার জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

সিনেমার ফেরিওয়ালার জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রে বিকল্প ধারার অন্যতম প্রবাদ পুরুষ তারেক মাসুদের ৬৬তম জন্মদিন আজ। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মন ও মননে সিনেমাকে ধারণ করে আমেরিকায় বিলাসবহুল জীবন ছেড়ে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। শিক্ষা জীবন থেকেই সিনেমা তৈরির প্রতি আগ্রহী হয়ে উঠেন। ১৯৮৫ সালে শিল্পী এস এম সুলতানকে নিয়ে নির্মাণ করেন প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’। টানা সাত বছর ধরে শিল্পীর সান্নিধ্যে থেকে এ তথ্যচিত্র নির্মাণ করেন তারেক মাসুদ। যা দর্শকমহলে দারুণ সমাদৃত হয়। আরো নির্মাণ করেছেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর দুটি তথ্যচিত্র ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’। এছাড়া তার ‘নারীর কথা’, ‘ইন দ্য নেইম অফ সেফ্টি’, ‘আ কাইন্ড অফ চাইল্ডহুড’, ‘ভয়েসেস অফ চিলড্রেন’ও উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাও দেশ-বিদেশে সমাদৃত হয়। তার মধ্যে ‘সে’, ‘নরসুন্দর’, ‘শিশু কথা’, ‘নিরাপত্তার নামে’, ‘নিরপরাধ ঘুম’, ‘সুব্রত সেনগুপ্ত ও সমকালীন বঙসমাজ’ উল্লেখযোগ্য। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত তারেক মাসুদ নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মাটির ময়না’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ও ‘ডিরেক্টরস ফোর্টনাইটস’ পুরস্কার লাভ করে। দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা-পুরস্কারের পাশাপাশি প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কার প্রতিযোগিতায় বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিন্তা করে। ‘অন্তর্যাত্রা’ এবং ‘রানওয়ে’ সিনেমা দুটিও বেশ প্রশংসিত হয়। সে সাফল্যের ধারাবাহিকতায় ২০১১ সালে নতুন সিনেমা ‘কাগজের ফুল’র লোকেশন দেখতে মানিকগঞ্জে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এতে তারেক মাসুদ বন্ধু চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরো তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিজের বানানো সিনেমা দর্শকের কাছে পৌঁছে দিতে কাদা মাটি জল ডিঙ্গিয়ে হেঁটে গেছেন বহুদূর। ফেরিওয়ালার মতো সিনেমার মাধ্যমে নানারকম বার্তা ফেরি করে গেছেন তিনি আমৃত্যু। তার জন্মদিনে তারেক মাসুদ ফিল্ম সোসাইটি ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App