×

আন্তর্জাতিক

বুথফেরত সমীক্ষায় গুজরাটে বিজেপির রেকর্ড জয়ের ইঙ্গিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০২:২২ পিএম

বুথফেরত সমীক্ষায় গুজরাটে বিজেপির রেকর্ড জয়ের ইঙ্গিত

ছবি: সংগৃহীত

গুজরাট বিধানসভার নির্বাচনে সোমবার (৫ ডিসেম্বর) দ্বিতীয় দফা ভোটের পর বুথফেরত সমীক্ষায় দেখা গেছে ক্ষমতাসীন দল বিজেপি রেকর্ড জয়ের পথে। প্রথম দফা নির্বাচনের পরও একই বিষয় দেখা যায়। সোমবার শেষ দফার ভোটগ্রহণের পর বিভিন্ন সংবাদমাধ্যমের বুথফেরত সমীক্ষা বলছে, গুজরাটে চমক কিছু নেই। অনায়াসেই নিজেদের প্রাধান্য ধরে রাখছেন বিজেপি। শুধু তাই নয়, ৩৭ বছরের প্রথা ভেঙে হিমাচল প্রদেশেও বিজেপি ক্ষমতা ধরে রাখতে চলেছে বলে বিভিন্ন বুথফেরত সমীক্ষার পূর্বাভাস পাওয়া গেছে। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ৯২ আসন। বিজেপি নেতারা দাবি করছেন, পদ্ম-শিবির দেড়শর বেশি আসন পাবে। কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) ভোট কাটাকাটির জেরে বিজেপি গুজরাটে সবচেয়ে ভালো ফল করতে পারে বলে বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App