×

জাতীয়

নারায়ণগঞ্জে চুলার আগুনে দগ্ধ নারীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯ এএম

নারায়ণগঞ্জে চুলার আগুনে দগ্ধ নারীর মৃত্যু

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল ঢাকেশ্বরী এলাকায় বাসার গ্যাসের চুলার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মোছা. আফরোজা আক্তার (৩৭) মারা গেছেন। এ ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধ অন্য তিনজন হলেন- নিহত আফরোজার স্বামী জসীমউদ্দীন (৪৩), ও মেয়ে জয়া আক্তার (১৩), ও ছেলে মোহাম্মদ জুনায়েদ (৭)।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের চারজনকে সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জানা যায়, রান্না করার জন্য চুলায় দিয়াশলায় দিতেই আফরোজার শরীরে আগুন লেগে যায়। পরে তার স্বামী স্ত্রীকে বাঁচানোর জন্য গেলে তার শরীরেও আগুন লেগে যায়। তাদের মেয়ে ও ছেলে এগিয়ে গেলে তারাও দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে হাসপাতালে আসে। তাদের ভর্তি করা হলে চিকিৎসাধীন রাত আটটার দিকে আফরোজা আক্তার মারা যান। তার শরীরে ৯০ শতাংশ, তার স্বামী জসীমের শরীরে ৫০ শতাংশ ও মেয়ে জয়া দুহাত ও মুখ ঝলসে গিয়েছে। এছাড়া ছেলে জুনায়েদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App