×

তথ্যপ্রযুক্তি

চট্টগ্রামে বৈজ্ঞানিক সম্মেলন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ এএম

চট্টগ্রামে বৈজ্ঞানিক সম্মেলন শুরু

ফাইল ছবি

চট্টগ্রামে আজ থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে দু'দিনব্যাপী নিউরো স্পাইন সোসাইটির জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন। এতে দেশ-বিদেশের বিখ্যাত নিউরো সার্জারি ও স্পাইন চিকিৎসক, গবেষক, শিক্ষার্থীসহ প্রায় তিন হাজার মানুষ অংশ নেবেন।

নিউরো স্পাইন সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. কামাল উদ্দিন বলেন, বাংলাদেশও এখন মেরুদণ্ডের শতভাগ চিকিৎসাসেবা দিতে সক্ষম। মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষার্থী ও চিকিৎসকদের নিয়ে স্পাইন রোগসংক্রান্ত সেমিনারসহ অভিজ্ঞতা বিনিময় করবেন দেশের প্রখ্যাত চিকিৎসকরা।

বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেল র‌্যাডিসন ব্লুতে দ্বিতীয় পর্বে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। দ্বিতীয় দিন বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেল র‌্যাডিসন ব্লুতে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের চিকিৎসকরা অংশ নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App