×

জাতীয়

কুমিল্লায় অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ১২:০৭ পিএম

কুমিল্লায় অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

ছবি: সংগৃহীত

কুমিল্লায় অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেন ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) পৌনে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের ড্রাইভার মো. সহিদুল ইসলাম (৪০), মাকসুদুর রহমান (৬৫), মো. হাবীব (২০), লক্ষণপুর ইউনিয়নের বড়নিখন্ড গ্রামের মহিফুল বেগম (৩৫)। তিনজনের বাড়ি উত্তর হাওলা গ্রামে বলে স্থানীয়রা জানিয়েছেন। লাকসাম রেলওয়ে থানার এএসআই আব্দুল আলীমের বরাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জসিম জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। স্থানীয়রা উদ্ধারের পর একজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজন মারা গেছে। ট্রেন ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন। স্থানীয় হুমায়ুন কবির মানিক জানান, ঘটনাস্থলে ৩জন নিহত হন। গুরুত্বর আহত একজনকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে মারা যান। এ ঘটনায় ৪জন নিহত হন। কুমিল্লা মনোহরগঞ্জের মুন্সিরহাট নিয়ে সিএনজি অটোরিক্সাটি জেলার নাঙ্গলকোট তুঘুরিয়া বাজার এলাকার উদ্দেশে রওনা হয়ে পথিমধ্যে কুমিল্লা–নোয়াখালী রেললাইনের তুঘুরিয়া রেলক্রসিংয়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা নোয়াখলিী এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় রেলক্রসিংয়ে গেইটম্যান ছিলো না। এমনকি ওই রেলক্রসিংয়ে কোন গেইটম্যানের নিয়োগ এখনো হয়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নোয়খালী থেকে লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেললাইনের উপর আটকে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত হয়। এ সময় আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি জানান, তুঘুরিয়া এলাকায় লেভেলক্রসিংটি অরক্ষিত ছিলো বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App