×

জাতীয়

এইচএসসি পরীক্ষার্থী শাতিল খুন : আজিজের স্বীকারোক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৫:০৫ পিএম

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯) হত্যা মামলায় আব্দুল আজিজ ওরফে রকি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) আসামি আজিজকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. হানিফ। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া এদিন এই হত্যা মামলার এজাহার আদালতে আসলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত তা গ্রহণ করেন। এরপর মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেন। আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রনপ কুমার এ তথ্য জানান।

এরআগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৩ নম্বর রোডে হত্যার ঘটনা ঘটে।

শাতিলের চাচা হিল্লোল চৌধুরী জানান, সন্ধ্যায় শাতিল পড়তে বসেছিল। এ সময় বাইরে থেকে বন্ধুরা তাকে বারবার ফোন দেয়। একটু দেখা করে আসি কি ঘটনা বলে শাতিল বের হয়। পরে খবর পাই ছুরিকাঘাতে সে খুন হয়েছে। হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। শাতিল এ বছর বাংলাদেশ নৌবাহিনী কলেজের (বিএন কলেজ) উচ্চ মাধ্যমিকের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

এছাড়া ওই ঘটনায় শেয়াইব হোসেন (১৯) ও রুপম দত্ত (১৮) নামে শাতিলের দুই বন্ধু আহত হন। তারা তেজগাঁও পলিটেকনিকের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী। এ ঘটনায় শাতিলের বাবা গোলাম মনিরুজ্জামান বাড্ডা থানায় মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App