×

আন্তর্জাতিক

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ১০:০১ এএম

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ছবি: রয়টার্সের

ইউক্রেনের বিভিন্ন শহরে ফের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে এ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ-শতাধিক। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর, দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়।

স্থানীয় সময় সোমবার (৫ ডিসেম্বর) ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। খবর-রয়টার্সের

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারির পর ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এটি নতুন ঢেউ বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

এ হামলাকে ইউক্রেনে নতুন করে রাশিয়ার ব্যাপক বিমান হামলার পূর্বাভাস হিসেবে দেখছেন অনেকে।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে রাশিয়ার ব্যাপক বিমান হামলার পর নতুন করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

এর আগে কিয়েভ কর্তৃপক্ষ বাসিন্দাদের জানিয়েছিল, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎস্থাপনাগুলো মেরামতের পরই জরুরি লোডশেডিং বন্ধ হবে। তার মধ্যেই আবারও দেশটির অবশিষ্ট বিদ্যুৎ উৎপাদনকারী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালালো ক্রেমলিন।

লন্ডনভিত্তিক ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস বলেছে, রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের একাধিক অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App