×

আন্তর্জাতিক

আফগানিস্তানে রাস্তার পাশে বিস্ফোরণে নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৫:৪৫ পিএম

আফগানিস্তানে রাস্তার পাশে বিস্ফোরণে নিহত ৭

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার পাশে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাতটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

জানা গেছে, মাজার-ই-শরিফে পেট্রোলিয়াম কোম্পানির কর্মীদের নিয়ে একটি বাস যাওয়ার সময় রাস্তার পাশে বিস্ফোরণ ঘটে। এতে বাসের সাত যাত্রীর মৃত্যু হয়।

মাজার-ই-শরিফের বাল্খ পুলিশ ডিপার্টমেন্টের আসিফ ওয়াজিরি জানান, রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল বোমাটি। বাসটি রাস্তা অতিক্রম করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

উত্তর আফগানিস্তানের বাল্খ প্রদেশে, উজবেকিস্তানের সীমান্ত লাগোয়া হাইরাতান শহরে অন্যতম প্রধান স্থলবন্দর রয়েছে। সেখানে মধ্য এশিয়ার সঙ্গে রেল ও সড়ক যোগাযোগও রয়েছে। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে সরকার গঠন করে তালেবান। এরপর থেকে নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আসছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App