কাতারের অ্যাডুকেশন সিটি স্টেডিয়ামে শেষ আটে যাওয়ার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে স্পেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত নয়টায় শুরু হয় এ ম্যাচ।
মরক্কো ও স্পেন বিশ্বকাপসহ সকল পর্যায়ে তিনবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে দুই জয় ছিল স্পেনের, অপর ম্যাচটি হয়েছিল ড্র।
এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে আগামী ১০ ডিসেম্বর পর্তুগাল ও সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।
মরক্কোর একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)
ইয়াসিন বৌনৌ, রোমেন সাইস, নায়েফ আগুয়ের্ড, নউসায়ের মাজরাউই, আশরাফ হাকিমি, সোফিয়ানে আমরাবাত, সেলিম আমাল্লাহ, আজাদিনে ওউনাহি, ইউসেফ আন নাসিরি, সোফিয়ানে বৌফাল, হাকিম জিয়েচ।
স্পেন একাদশ (ফরমেশন: ৪-৩-৩)
উনাই সিমোন, আয়েমেরিক লাপোর্তে, রদ্রি, জর্দি আলবা, মার্কোস লরেন্তে, সার্জিও বুস্কেটস, পেদ্রি, গাভি, মার্কেস আসেনসিও, দানি ওলমো, ফেরান তোরেস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।