হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি)।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে আন্দিউড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সুবিধা বঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান অনেকেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।