১০ ডিসেম্বর আ.লীগের নেতাকর্মীরা পাহারায় থাকবে

আগের সংবাদ

৪ দিনে ২ হাজার ২২৬টি অভিযান, গ্রেপ্তার ১৩০৯

পরের সংবাদ

বিজয় সেতুপতির সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২ , ১২:২৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৬, ২০২২ , ১২:২৬ অপরাহ্ণ

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয় সেতুপতির অভিনীত নতুন সিনেমার শুটিং চলাকালে দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে মারা গেছেন বিখ্যাত স্টানম্যান এস সুরেশ।

দক্ষিণী সিনেমার দুর্ধর্ষ স্টান্টম্যান হিসেবে পরিচিত ছিলেন স সুরেশ। ৫৪ বছর বয়সে তিনি প্রাণ হারালেন। জানা যায়, তিনি ২০ ফুট উপর থেকে দড়ি ছিঁড়ে পড়ে মারা যান। খবর হিন্দুস্তান টামসের।

দক্ষিণী তারকা বিজয় সেতুপতির ‘বিদুথলাই’ ছবির সেটে স্টান্ট করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্টান্টম্যান এস সুরেশের এমন মৃত্যুতে দক্ষিণী সিনেমা ভুবনে শোকের ছায়া নেমে এসেছে। বিজয় সেতুপতির আগামী ছবি ‘বিদুথলাই’-এর সেট নির্মাণ করা হয়েছিল চেন্নাইয়ের ভন্ডালুরের উনামাঞ্চেরি গ্রামে। সুরেশ সিনেমাতে স্টান্ট নির্দেশকের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এস সুরেশের এক স্টান্ট করার কথা ছিল। এই স্ট্যান্টের জন্য ২০ ফুট উঁচু থেকে তার ঝাঁপ দেওয়ার কথা ছিল। সে শুটটি করার সময় করতে গিয়েই এতা উঁচু ক্রেনে বাঁধা দড়ি ছিঁড়ে সুরেশ হঠাৎ পড়ে যান। সুরেশকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়