×

আন্তর্জাতিক

রাশিয়ার বিমানঘাঁটিতে বিস্ফোরণে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:০৭ পিএম

রাশিয়ার বিমানঘাঁটিতে বিস্ফোরণে নিহত ৩

ছবি: সংগৃহীত

রুশ সামরিক বাহিনীর দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় তিন সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

সোমবার (৫ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে জার্মান বার্তাসংস্থা ডয়েচে ভেলে ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব তথ্য জানায়। খবর বিবিসির।

জানা যায়, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের রিয়াজান শহরের কাছের একটি বিমানঘাঁটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে সারাতোভ অঞ্চলের এঙ্গেলস-২ বিমানঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণে আরও দুইজন আহত হয়েছেন। তবে এসব বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তাছাড়া, দুটি বিস্ফোরণস্থলের অবস্থানই ইউক্রেনের সীমান্ত এলাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরে।

বিবিসির রুশ সম্পাদক স্টিভেন রোসেনবার্গ বলেন, নিজেদের পৃথক দুইটি সামরিক স্থাপনায় বিস্ফোরণের পেছনে ইউক্রেনের জড়িত থাকতে পারে বলে দাবি করতে পারে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পৃথক বিস্ফোরণের বিষয়টি জানানো হয়েছে। তবে, এ ঘটনার পেছনে কারা জড়িত বা কীভাবে এ বিস্ফোরণ ঘটলো, তা নিয়ে আমার কাছে এখনো কোনো পরিষ্কার তথ্য নেই। তবে আমাদের নিরাপত্তা বাহিনী বিষয়টি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App