×

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মাত্রায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০২:৪৯ পিএম

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মাত্রায়

দীপু মনি

বিশ্বের শিল্পোন্নত ও বড় অর্থনীতির দেশগুলোর জোট জি২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে ভারত দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মন্তব্য করেন।

তিনি বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছেন। আমি আশা করি জি২০ জোটে তারা এই এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ইতিবাচক ভূমিকা পালন করবেন। যা এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্খা পূরণে সাহায্য করবে।’

তিনি বলেন, ‘দারিদ্র্য, সন্ত্রাসবাদ, নিরক্ষরতা আমাদের অভিন্ন শত্রু। আমাদের এই সবের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। দক্ষিণ এশিয়ায়, আমি মনে করি আমরা এটি করার চেষ্টা করছি। আমাদের নেতারা আমাদের সেই দিকে এগিয়ে যাচ্ছেন।’

মুক্তিযুদ্ধের সময় উভয় দেশের জনগণের আত্মত্যাগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সুসংহত, শক্তিশালী এবং দৃঢ় হয়েছে তুলে ধরে দীপু মনি বলেন, শান্তি এখন সবারই এজেন্ডার শীর্ষে। শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী মোদি উভয়ই জি২০ তেও অত্যন্ত গঠনমূলক ভূমিকা পালন করবেন।

এএনআই-এর সঙ্গে কথা বলার সময় মনি আরও বলেন, ‘আমাদের সম্পর্ক, এই বন্ধন অত্যন্ত দৃঢ়, শক্তিশালী। আর মুক্তিযুদ্ধের সময় আমাদের উভয় দেশের জনগণের আত্মত্যাগ এবং ভারতের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তার কারণে এই সম্পর্ক দৃঢ় হয়েছে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি উভয়েই জি২০ তেও মোদি খুব গঠনমূলক ভূমিকা পালন করবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App