×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে বন্দুক হামলায় ইমামসহ নিহত ১২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩০ এএম

নাইজেরিয়ায় মসজিদে বন্দুক হামলায় ইমামসহ নিহত ১২

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলায় ইমামসহ ১২ জন নিহত হন। শনিবার দেশটির স্থানীয় সময় রাতে এশার নামাজের সময় মসজিদে হামলার ঘটনায় আরও কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

নাইজেরিয়ার সশস্ত্র সংগঠনের সদস্যরা প্রায়ই বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে মানুষকে হত্যা অথবা অপহরণের পর মুক্তিপণ আদায় করে। সংঘবদ্ধ এই গ্যাংয়ের সদস্যরা গ্রামবাসীদের চাষাবাদ ও ফসল কাটার অনুমতির জন্য সুরক্ষা ফিও দাবি করে। খবর রয়টার্সের।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা টেলিফোনে বলেন, মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে বন্দুকধারীরা আসে ও এলোপাতাড়ি গুলি চালায়। যে কারণে মসজিদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন মুসল্লিরা। রাতে এশার নামাজের সময় গোলাগুলির মধ্যে পড়ে অন্তত ১২ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে মসজিদের প্রধান ইমামও আছেন বলে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App