×

আন্তর্জাতিক

ট্রাম্পের আহ্বানের নিন্দা হোয়াইট হাউসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ১২:০৭ পিএম

ট্রাম্পের আহ্বানের নিন্দা হোয়াইট হাউসের

ছবি: সংগৃহীত

সমালোচনা ও নিন্দা যেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু ছাড়ছে না। ২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তন করে আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় নিজেকে বসানোর দাবিতে যুক্তরাষ্ট্রের সংবিধান বাতিলের আহ্বান জানিয়ে রীতিমতো তোপের মুখে পড়েছেন ট্রাম্প। তার এই আহ্বানের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।

শনিবার (৩ ডিসেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই আহ্বান জানান। খবর আলজাজিরার।

এসময় তিনি আরও অভিযোগ করেছেন, বড় প্রযুক্তি সংস্থাগুলো তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগসাজশ করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস ট্রাম্পের নিন্দা জানিয়ে বলেন, ‘সংবিধানকে আক্রমণ করে তার মন্তব্য আমাদের জাতির আত্মার প্রতি আঘাত। ট্রাম্পের মন্তব্যের জনসমক্ষে নিন্দা হওয়া উচিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App