×

আন্তর্জাতিক

ইউরোপে রুশ তেল সরবরাহ বন্ধের আশঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ১১:৩৯ এএম

ইউরোপে রুশ তেল সরবরাহ বন্ধের আশঙ্কা

ছবি: সংগৃহীত

নতুন বছর থেকে রাশিয়া ইউরোপে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।

যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের পাশাপাশি জি-৭’ভুক্ত দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেলের সর্বোচ্চ মূল্যসীমা ৬০ ডলার বেঁধে দেয়ার পর এ প্রতিক্রিয়া দেখান তিনি। খবর সিবিএস ও ব্লুমবার্গের।

তিনি আরও বলেন, এর আগেই আমরা ঘোষণা করেছি, যেসব দেশ মূল্য বেঁধে দেয়ার পদক্ষেপের প্রতি সমর্থন জানাবে, সেসব দেশে তেল সরবরাহ করা হবে না।

দুইদিন আগে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দামের সীমা ৬০ ডলার নির্ধারণ করে দিতে সম্মত হয়। এই পরিকল্পনার উদ্দেশ্য রুশ অর্থনীতিকে আঘাত করা, যাতে দেশটি ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যেতে না পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App