পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা-সভাপতির ভূমিকায় রহস্য

আগের সংবাদ

কানাডা যাচ্ছেন মুহিবুল্লাহর পরিবারের সদস্যরা

পরের সংবাদ

শেষ আটের পথে এগিয়ে জাপান

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২ , ৯:৫২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৫, ২০২২ , ১১:৫৭ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নেমেছে বর্তমান রানারআপ ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে এশিয়ার জায়ান্টরা। ম্যাচের ৪৩ মিনিটে জটলার মধ্যে থেকে গোল করে দলকে ব্রেক থ্রু এনে দেন ২৫ বছর বয়সী ডায়জেন মাইদা।

ম্যাচের শুরুতে দুইবার সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় জাপান। ক্রোয়েশিয়াও গোল করার পরিষ্কার দুটি সুযোগ মিস করে প্রথমার্ধে পিছিয়ে থেকে শেষ করল। সোমবার (৫ ডিসেম্বর) আল জানুব স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় বিশ্বকাপ মিশন টিকিয়ে রাখতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামে দুই দল।

ক্রোয়েশিয়া একাদশ (ফরমেশন:৪-৩-৩)

ডমিনিক লুকাভিচ, জসকো ভার্দিওল, ডিজান লভরেল, বোরনা বেরিসিচ, জোসিফ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদ্রিচ, ব্রুনো প্যাটকোভিচ, ইভান পেরিসিচ ও আন্দ্রে ক্রামারিচ।

জাপান একাদশ: (ফরমেশন: ৩-৪-৩)

সুইচি গোন্ডে, মায়া ইয়োসিডা, সোগো তানিগুচি, তাকেহিরো তোমিইয়াসু, হিদেমাসা হোরিসা, ওয়াটারু হিন্দো, ইয়োতো নাগাতোমু, জুনয়া ইতো, ডাইজেন মায়েদা, ডাইচি কামাদা ও রিটসু দোয়েন।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়