নেতানিয়াহুকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

আগের সংবাদ

ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

পরের সংবাদ

যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২ , ১২:০৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৫, ২০২২ , ১২:০৪ অপরাহ্ণ

জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মামুন হাসান। সোমবার (৫ ডিসেম্বর) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গ্রেফতার হওয়ায় মামুন হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টুকু মুক্ত না হওয়া পর্যন্ত তিনি যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এর আগে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে আটক করা হয় যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়নকেও। পরে পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় সুলতান সালাউদ্দিন টুকুসহ সাতজনকে চার দিন করে রিমান্ডে নেয় পুলিশ।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়