ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামীকাল 

আগের সংবাদ

গত সপ্তাহে করোনায় মৃত্যু সাড়ে ৮ হাজার

পরের সংবাদ

ওয়াসার এমডি নিয়োগ: রিটের আদেশ মঙ্গলবার

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২ , ৩:২৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৫, ২০২২ , ৩:৫৫ অপরাহ্ণ

ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগের জালিয়াতি তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) আদেশ দেবেন হাইকোর্ট।

সোমবার (৫ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ আদেশের দিন ঠিক করেন। ওয়াসার এমডির দুর্নীতি নিয়ে দুদক কি তদন্ত করছে তার অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শুনানিতে রিটকারী আইনজীবী নিয়োগবিধির শর্তপূরণ না করেই এমডি হয়েছেন। এমডি পদে নিয়োগ পেতে যে অভিজ্ঞতার প্রয়োজন, সেটিও তাকসিম এ খানের ছিলো না। এরপরও তাকসিম এ খান কয়েকদফা পূনর্নিয়োগ পান।

তবে তাকসিম এ খানের আইনজীবী বলেন, নিয়োগ বিধি মেনেই নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান। তিনি দাবি করেন, তাকসিম এ খান দায়িত্ব নেয়ার, লাভের পরিমাণ বেড়েছে ওয়াসার। রবিবার রিট আবেদনটি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়