হাসপাতালে দেরিতে আসায় বেশি ডেঙ্গুরোগীর মৃত্যু

আগের সংবাদ

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরের সংবাদ

ইশরাকসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২ , ৪:৫৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৫, ২০২২ , ৭:১৪ অপরাহ্ণ

রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৫ ডিসেম্বর) মামলাটির ধার্য তারিখ ছিল। ৪৫ জন আসামির মধ্যে ১৩ জন আদালতে হাজির না হয়ে সময় আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক শাহ আলম এ তথ্য জানান।

ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে ২০২০ সালের ২৪ জুন আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়