×

খেলা

মেসি-আলভারেজের গোল, কোয়ার্টার ফাইনালের হাতছানি আর্জেন্টিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০২:১৯ এএম

মেসি-আলভারেজের গোল, কোয়ার্টার ফাইনালের হাতছানি আর্জেন্টিনার

ছবি: এএফপি

মেসি-আলভারেজের গোল, কোয়ার্টার ফাইনালের হাতছানি আর্জেন্টিনার
মেসি-আলভারেজের গোল, কোয়ার্টার ফাইনালের হাতছানি আর্জেন্টিনার
মেসি-আলভারেজের গোল, কোয়ার্টার ফাইনালের হাতছানি আর্জেন্টিনার

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। হাজারতম ম্যাচে মাঠে নেমে ঐতিহাসিক গোলটি করেন লিওনেল মেসি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটের মাথায় আবারও আলভারেজের গোল। ফলে দুই গোলে এগিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে যাওয়ার স্বপ্ন দেখছে মেসিরা। তবে ৭৭ মিনিটের মাথায় এক গোল পরিশোধ করে অস্ট্রেলিয়া। ফলে শেষপর্যন্ত ২-১ গোলের ব্যাবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনাল অথবা বাড়ি ফেরা। এরকম সমীকরণ নিয়েই মাঠে নেমেছে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। যদিও আজকের ম্যাচে উরুর চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশ থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া।

 

তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সৌদি আরবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পাওয়া পাপু গোমেজ।

পোল্যান্ডের বিপক্ষের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন করে দল সাজিয়েছেন স্কালোনি। এ ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা একাদশ (৪-৩-৩)

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পাপু গোমেজ, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।

কোচ লিওনেল স্কালোনি।

অস্ট্রেলিয়া একাদশ (ফরমেশন ৪-১-৪-১)

ম্যাট রায়ান, ডেগেনেক, কেই রোলেস, হ্যারি সুটার, আজিজ বেহিচ, বাকুস, অ্যারন মুই, জ্যাকসন ইরভিন, ম্যাকগ্রি, ম্যাথু লেকি, মিচেল ডিউক।

কোচ গ্রাহাম জেমস আর্নলড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App