×

আন্তর্জাতিক

বাধ্যতামূলক হিজাব আইন সংশোধন করবে ইরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৪:২৯ পিএম

বাধ্যতামূলক হিজাব আইন সংশোধন করবে ইরান

ছবি: সংগৃহীত

হিজাব আইন প্রত্যাহার করার ইঙ্গিত দিয়েছে ইরান। হিজাব আইনে কোনো পরিবর্তন করা যায় কি না তা খতিয়ে দেখছে যৌথভাবে আইন ও বিচার বিভাগ। হিজাব বিরোধী আন্দোলনের দুই মাস পর ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরি এ তথ্য দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

তবে হিজাব আইনে কী ধরনের সংশোধন করা যেতে পারে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গত বুধবার (৩০ নভেম্বর) দুই বিভাগের একটি যৌথ প্রতিনিধি দল সংসদের সাংস্কৃতিক কমিশনের সঙ্গে দেখা করে। হিজাব আইনে পরিবর্তন নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

শনিবার (৩ ডিসেম্বর) দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছিলেন, ইরানের গণতন্ত্র ও ইসলামী প্রতিষ্ঠানগুলো সাংবিধানিকভাবে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তবে একই সঙ্গে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দেশের সংবিধান পরিবর্তন করা সম্ভব বলে দাবি করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App