×

খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৪২ এএম

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। রবিবার (৪ ডিসেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ভেতর মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের সিরিজ। ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ দিয়ে দেশের মাঠে সাত মাস পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ইনজুরিতে এই ম্যাচে নেই পেসার তাসকিন আহমেদ। পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। তবে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৩৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৩০টিতেই হারতে হয়েছে। পাঁচ জয়ের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

আগামী ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুদল। দীর্ঘ ৭ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। এর আগে ২০১৫ সালের ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল মাহেন্দ্র সিং ধোনির দল। টেস্ট ম্যাচটি হয়েছিল ড্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App