শিল্পাঙ্গনে শিল্পী মাহবুবের ‘স্বপ্নের উত্থান’

আগের সংবাদ

শিল্পকলায় বটতলার ‘খনা’

পরের সংবাদ

শেষ ষোলোর লড়াইয়ে মাঠে পোল্যান্ড-ফ্রান্স

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ , ৮:৫৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৪, ২০২২ , ৮:৫৬ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপের নকআউট পর্বের লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স। আল থুমামা স্টেডিয়ামে রবিবার (৪ ডিসেম্বর) রাত নয়টায় শুরু হয়টি ম্যাচটি।

শেষ আটের যাওয়ার লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নিয়ে নেমেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এ ম্যাচে রক্ষণে থিও হার্নান্দেহ, উপামেকানো ফিরেছেন। মিডফিল্ডে আন্দ্রে র‌্যাবিওট, চুয়ামেনি আছেন। আক্রমণভাগে ফিরেছেন এমবাপ্পে, গ্রিজম্যানরা।

শেষ ষোলোয় পা রাখলেও পোল্যান্ড প্রত্যাশা মিটিয়ে খেলতে পারেনি। সৌদির বিপক্ষে জিতলেও ইউরোপের দল মনে হয়নি তাদের। মেক্সিকোর বিপক্ষে ড্র করলেও সেরা দল ছিল না লেভারা। আর্জেন্টিনা গ্রুপের শেষ ম্যাচে উড়িয়ে দিয়েছে তাদের।

ফ্রান্সের একাদশ

লরিস, হার্নান্দেজ, উপামেকানো, ভারানে, কুন্দে, র‌্যাবিওট, চুয়ামেনি, এমবাপ্পে, গ্রিজম্যান, ডেম্বেলে, জিরু।

পোল্যান্ডের একাদশ

সেনজি, কিউইওর, গ্লিক, বেরিসেনজেস্কি, ফ্রাঙ্ককোস্কি, গ্রিচোউস্কি, সেমানেস্কি, ক্যাশ, কিমিনেস্কি, জেলেনেস্কি, লেভানডভস্কি।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়