ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ

আগের সংবাদ

চালককে হত্যা করে পিকআপ ছিনতাই, গ্রেপ্তার ২

পরের সংবাদ

পরিকল্পনামন্ত্রীর সাফ কথা

চাল আমদানি করা হবে না

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ , ১:৩৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৪, ২০২২ , ১:৩৭ অপরাহ্ণ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাইরের দেশ থেকে বাংলাদেশে কোনো চাল আমদানি করা হবে না। কারণ আমাদের দেশে সোনালী সুন্দর ফসল হয়। প্রাকৃতিক দুর্যোগে আমাদের মাঝে মধ্যে বিপাকে পড়তে হয়। আমাদের মূলকথা একটাই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ বিজিবির ২৮ ব্যাটালিয়ন জব্দ বিভিন্ন ধরনের ১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, নতুন বছরে দেশে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না। এ মুহূর্তে সোনালী ফসলে ভরপুর, খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ-মাংসের অভাব নেই।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়