×

জাতীয়

রাজশাহীতে ৪ ঘণ্টা আগেই শুরু বিএনপির গণসমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ১০:৩৭ এএম

রাজশাহীতে ৪ ঘণ্টা আগেই শুরু বিএনপির গণসমাবেশ

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ৪ ঘণ্টা আগেই শুরু বিএনপির গণসমাবেশ
রাজশাহীতে ৪ ঘণ্টা আগেই শুরু বিএনপির গণসমাবেশ

রাজশাহী বিএনপির গণসমাবেশেও চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আসন ফাঁকা রাখা হয়েছে।

রাজশাহীতে ৪ ঘণ্টা আগেই শুরু বিএনপির গণসমাবেশ
রাজশাহীতে ৪ ঘণ্টা আগেই শুরু বিএনপির গণসমাবেশ
রাজশাহীতে ৪ ঘণ্টা আগেই শুরু বিএনপির গণসমাবেশ

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে আরএমপির নির্দেশনা উপেক্ষা করেছে দলটি। নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা আগেই শুরু হয়েছে বিএনপির এই গণসমাবেশ।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু করে দলটি।

এ সময় মঞ্চে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত না থাকলেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

[caption id="attachment_387582" align="aligncenter" width="1358"] রাত থেকেই রাজশাহীর সমাবেশস্থলে বিএনপির প্রবীণ নেতাদের আনাগোনা শুরু হয়। ছবি: ভোরের কাগজ[/caption]

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[caption id="attachment_387592" align="aligncenter" width="1600"] রাজশাহী বিএনপির গণসমাবেশেও চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আসন ফাঁকা রাখা হয়েছে।[/caption]

এদিকে মাদরাসা মাঠের পশ্চিম পাশে বানানো হয়েছে মঞ্চ। বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান ফটক দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন।

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি।

রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App