×

জাতীয়

জঙ্গি ঈদী আমিনের তিন আশ্রয়দাতা কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০২:৫৩ পিএম

জঙ্গি ঈদী আমিনের তিন আশ্রয়দাতা কারাগারে

ছবি: সংগৃহীত

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ঈদী আমিনের আশ্রয় দেয়া তিন জনকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- ঈদী আমিনের বোন খোদেজা আক্তার লিপি, মামা শ্বশুড় নাসির মিয়া ফারুক ও তানভীর হোসেন।

আজ শনিবার (৩ ডিসেম্বর) আসামিদের তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবুল কালাম আজাদ। এ আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে কোতয়ালী থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. আশ্রাফ এসব তথ্য জানান। এরআগে গত ২৯ নভেম্বর আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, ২২ নভেম্বর লিপি আক্তারের পূর্ব গোড়ানের বাসায় আশ্রায়ে ছিল ঈদী আমিন। সেখান থেকে মামা শ্বশুড় নাসির মিয়ার বিজয়নগরের বাসায় যাই। সেখানে ২২ নভেম্বর রাত থেকে ২৩ ও ২৪ নভেম্বর তার বাসায় অবস্থান করে। এরপর ২৫ নভেম্বর মধ্য বাসাবো এলাকায় তানভীরের বাসায় যাই। সেখানে ২৫ ও ২৬ নভেম্বর অবস্থান করেন।

এরআগে গত ২৭ নভেম্বর ঈদী আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তবে আদালত জামিন নামঞ্জুর করে তার ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। পরে গত ২ ডিসেম্বর প্রথম দফার রিমান্ড শেষে জঙ্গি ছিনতাইয়ের প্রধান সমন্বয়ক মেহেদী হাসান অমি ওরফে রাফির ৫ দিনের ও ঈদী আমিনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ২০ নভেম্বর দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App