শিলচর-সিলেট উৎসবে দ্বিতীয় দিনের সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দীপঙ্কর ঘোষের একটি প্রবন্ধ সংকলন প্রকাশ করেন মঞ্চে আসীন বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য, বাংলাদেশের জিষ্ণু রায় চৌধুরী, লেখক মোহিত রায়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফির সেতু, বাংলাদেশের সাংসদ মহিবুর রহমান মালিক, শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়, অধ্যাপক বিশ্বতোষ রায় চৌধুরী, অধ্যাপক সুমিতা ঘোষ, কবি নৃপেন্দ্র লাল দাস প্রমুখ।
লেখকের অগণিত প্রকাশিত প্রবন্ধের মধ্যে পঞ্চাশটি প্রবন্ধ নিয়ে কলকাতার ‘রাধা প্রকাশনী’ এই সংকলনটি ‘নির্বাচিত পঞ্চাশ’ নামে প্রকাশ করেছে। এই অনুষ্ঠানে শিলচর এবং সুরমা উপত্যকার সাহিত্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।