মার্চের দ্বিতীয় সপ্তাহে ৪৫তম বিসিএস প্রিলি

আগের সংবাদ

বিশ্বের সবচেয়ে প্রবীণ কচ্ছপের ১৯০তম জন্মদিন আজ

পরের সংবাদ

শিলচর এনআইটিতে বঙ্গবন্ধু কর্নার, বঙ্গবন্ধু গার্ডেন উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২ , ১:১৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩, ২০২২ , ১:২৭ অপরাহ্ণ

আসামের শিলচরস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি) ভারত রত্ন ড. এ পি জে আব্দুল কালাম লার্নিং অ্যান্ড রিসোর্স সেন্টারে ‘বঙ্গবন্ধু কর্নার’ ও লাইব্রেরি প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু গার্ডেন’ উদ্বোধন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও এনআইটির ডিরেক্টর প্রফেসর রজত গুপ্ত ‘বঙ্গবন্ধু কর্নার’ ও বঙ্গবন্ধু গার্ডেন উদ্বোধন করেন। এসময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধু গার্ডেনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ভূপেন হাজারিকা অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন অতিথিবৃন্দ।

শনিবার আসামের শিলচরস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি) ‘বঙ্গবন্ধু কর্নার’ ও ‘বঙ্গবন্ধু গার্ডেন’ উদ্বোধন শেষে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: ভোরের কাগজ

এসময় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ভারত সরকারের জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিজিটাল লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ গড়ে তোলার জন্য ভারত সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, এখানকার শিক্ষার্থীরা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে।

উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এনআইটি, শিলচরের রেজিস্টার, ডিন, গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার, এনআইটি শিলচরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়