ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আগের সংবাদ

ডাচ-মার্কিন নকআউট ম্যাচের একাদশ

পরের সংবাদ

আর্জেন্টিনাকে হারানোর হুমকি অস্ট্রেলিয়ান কোচের

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২ , ৬:০০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩, ২০২২ , ৬:০০ অপরাহ্ণ

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। নক আউট পর্বে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না অজি কোচ গ্রাহাম আর্নল্ড। আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আট নিশ্চিতের হুমকি দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে গ্রাহাম আর্নল্ড বলেন, এটা হলুদ জার্সি বনাম নীল-সাদা জার্সি। এটা লড়াই, এটা যুদ্ধ। এগারো বনাম এগারো। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।

তিনি দাবি করেন, আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার সেরাটা বের করে আনে। সকারুদের তিনি জানিয়ে দিয়েছেন, সবাইকে ফিট থেকে সেরাটা দিতে হবে সেরা দলের বিপক্ষে।

ইতিহাস বলে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া এ পর্যন্ত যে সাতবার মুখোমুখি হয়েছিল, তার প্রথমটিতে জিতেছিল কিন্তু অস্ট্রেলিয়া। সিডনিতে সেই ১৯৮৮ সালে। এরপর ১৯৯৩ সালে ম্যারাডোনার আর্জেন্টিনার সঙ্গেও ড্র করেছিল সকারুরা। তবে কিনা শেষবার দু’দলের দেখা ২০০৭ সালে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়