×

সারাদেশ

সমাবেশস্থলেও ঢুকতে বাধার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

সমাবেশস্থলেও ঢুকতে বাধার অভিযোগ

রাজশাহীতে সমাবেশস্থলেও ঢুকতে বাধার সম্মখিন হয়েছে সাধারন জনগণ

সমাবেশস্থলেও ঢুকতে বাধার অভিযোগ

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের মাঠে ঢুকতেও বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মাঠে ঢুকতে না পেরে আশেপাশের রাস্তায় অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। তাবু টাঙিয়ে সড়কে রাত্রিযাপনও করেছেন তারা।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এমন অভিযোগ তুলে জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন ভোরের কাগজকে বলেন, লোকে লোকারণ্য হয়ে গেছে রাজশাহী শহর। তবে সমাবেশস্থলে ঢুকতে না দিয়ে সরকার প্রমাণ করছে- তারা স্বৈরাচার।

[caption id="attachment_387414" align="alignnone" width="1200"] রাজশাহীতে সমাবেশস্থলেও ঢুকতে বাধার সম্মখিন হয়েছে সাধারণ জনগণ[/caption]

তিনি আরো বলেন, যেখানে গণসমাবেশের অনুমতি রয়েছে, সেখানে ঢুকতে বাধা সৃষ্টি করার কোনো যৌক্তিকতা নেই। যতই বাধা দিক, গণসমাবেশ সফল হবেই।

৮ শর্তে এ গণসমাবেশের অনুমতি দেয়া হয়েছে। তার মধ্যে শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাবেশের সময় বেধে দেয় পুলিশ। সেজন্য নির্ধারিত সময়ে সমাবেশের মাঠে ঢুকতে দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App