×

খেলা

পর্তুগালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে দ. কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ১১:১৫ পিএম

পর্তুগালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে দ. কোরিয়া

পর্তুগালকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরুতেই দাপট দেখায় পর্তুগাল। গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ডান পাশ থেকে ডিয়েগো দালোতের বাড়ানো ক্রসে দারুণ এক গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা।

গোল হবার পরেই পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। ২৫ মিনিটে কর্নার থেকে বল রোনালদোর কাঁধে লেগে কিম ইয়ং গিয়োনের পায়ে আসলে দারুণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৩৩ মিনিটে গোলের সুযোগ পায় পর্তুগালও। কিন্তু দালোতের শট রুখে দেন কোরিয়ার গোলরক্ষক।

ম্যাচে আর কোন গোল না হলে ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দল। ম্যাচের ৫২ মিনিটে ডি বক্সের ভেতর গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু শট মারলেও লাইন্সম্যান তার আগেই অফসাইডের সিদ্ধান্ত দেন।

ম্যাচ অতিরিক্ত মিনিটে গড়ালে ঠিক তখনই যেন জ্বলে উঠলেন দক্ষিণ কোরিয়ার সেরা ফুটবল সং হিয়েন মিন। ডি বক্সের বাইরে থেকে পর্তুগালের দুই তিন ডিফেন্ডারকে কাটিয়ে নাটমেগ পাস বাড়িয়ে দেন ডিবক্সের ভেতর থাকা হং হি চ্যানের কাছে। উলভসের এই তারকা ঠান্ডা মাথায় পর্তুগিজ গোলরক্ষক ডিয়েগো কস্তাকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। এই জয়ে উরুগুয়ের সমান ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে দ্বিতীয় হয়ে নক আউট রাউন্ডে জায়গা করে নেয় এশিয়ান জায়ান্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App