×

শিক্ষা

ঢাবিতে তিনদফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ১০:০৯ পিএম

ঢাবিতে তিনদফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শুক্রবার ঢবি ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশমুখে চেকপোস্ট বসানোসহ তিনদফা দাবিতে ভিসির বাসভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাড়ির নিচে চাপা পড়ে এক নারী নিহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশমুখে চেকপোস্ট বসানোসহ তিনদফা দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত নয়টায় এই অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তিনদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসির বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এসময় শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, জীবনের নিরাপত্তা, স্বাভাবিকভাবে মরতে পারার নিশ্চয়তা প্রতিটা নাগরিকের একদম বেসিক অধিকার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে তা মেনে নেয়া সম্ভব না। সড়ক দুর্ঘটনা, চুরি, ছিনতাই, নারী নিপীড়ন এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অহরহ হচ্ছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম আজম বলেন, এটা কোনো বিশ্ববিদ্যালয়ের চরিত্র না। এভাবে অনিরাপত্তার মধ্যে দিয়ে দিনের পর দিন চলতে পারে না। আমাদের বহুদিনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যানবাহনের নিয়ন্ত্রণ, কিন্ত প্রশাসন কখনোই এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি।

ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হলে আমরা ভিসির বাসভবনের সামনে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

শিক্ষার্থীদের দাবিসমূহ হলো:

১. যদি ঢাবির রাস্তা সিটি কর্পোরেশন এর অধীনে থাকে তাহলে এটা ঢাবির কর্তৃপক্ষের আওতায় আনতে হবে।

২. অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের নিয়ন্ত্রণ করতে হবে এবং অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে চলনসীমা নিয়ন্ত্রণ করতে হবে।

৩. ক্যাম্পাসের প্রত্যেকটা প্রবেশমুখে চেকপোস্ট বসাতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App