করোনায় একদিনে হাজারের বেশি মৃত্যু

আগের সংবাদ

সীমান্তে সাড়ে ৫ হাজার ক্যামেরা বসাবে ভারত

পরের সংবাদ

চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের আশা

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২ , ৯:৩৪ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ২, ২০২২ , ৯:৩৪ পূর্বাহ্ণ

দীর্ঘ দশবছর পর চট্টগ্রামে দলীয় কোন জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই জনসভাকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই নেতাকর্মীদের মাঝে। এই জনসভাকে স্মরণীয় করে রাখতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ।

আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কোথাও মঞ্চ তৈরিতে ব্যস্ত শ্রমিকরা আবার কোথাও নির্মাণ করা হচ্ছে সভাস্থলের প্রবেশ পথ। চট্টগ্রামের পলোগ্রাউন্ডের প্রায় চার লাখ ৭৫ হাজার বর্গফুটের চারিদিকে দেখা মিলে এমন কর্মব্যস্ততার চিত্র। মাঠের শেষ প্রান্তে দৃশ্যমান নৌকার আদলে তৈরি মঞ্চ। যার দৈর্ঘ্য ১৬০ ফুট।

মঞ্চের অবয়ব নির্মাণকাজ শেষ হলেও বাকি আছে কিছু সাজসজ্জা। ছয় ফুট উচ্চতার মূল মঞ্চের দৈর্ঘ্য ৯০ ফুট। যেখানে কয়েক সারিতে প্রধানমন্ত্রীর সাথে বসবেন শীর্ষ নেতারা। এটিই

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাবি, এ যাবত কোন জনসভায় সবচেয়ে বড় মঞ্চ। সভাস্থলে থাকবে মুক্তিযোদ্ধা ও নারীদের জন্য পৃথক জায়গা। মাঠের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে শতাধিক টয়লেট, রাখা হয়েছে পর্যাপ্ত পানি ব্যবস্থা। লাগানো হয়েছে তিনশো মাইক।

এছাড়া একশো ত্রিশটি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারিতে থাকে পলোগ্রাউন্ডসহ আশে পাশের এলাকা। থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাতহাজারের বেশি সদস্য। অন্যদিকে, নগরজুড়ে নানা সাজসজ্জা করছে সিটি করপোরেশন।

এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, আমরা মনে করি ৪ ডিসেম্বর জনসভাটি জনস্রোতে পরিণত হবে এবং স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ হবে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়