×

খেলা

দীর্ঘ হচ্ছে ব্রাজিলের চোটের মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৫৫ এএম

দীর্ঘ হচ্ছে ব্রাজিলের চোটের মিছিল

ছবি: ভোরের কাগজ

সময় যতই গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে ব্রাজিল দলে চোটাক্রান্তের তালিকা। চোটের কারণে নেইমার গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছেন আগেই। রক্ষণভাগের খেলোয়াড় দানিলোও পেয়েছেন চোট। এবার সে তালিকায় যুক্ত হলেন অ্যালেক্স সান্দ্রো। ফলে আগামী শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিল ডিফেন্ডার।

ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন,‘সুইসদের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান সান্দ্রো। পরীক্ষা-নিরীক্ষার পর দেখে গেছে বাম কোমরের পেশিতে চোট পেয়েছেন। ফলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না।’

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে তাদের। দুইয়ে থাকা সুইজারল্যান্ডের পয়েন্ট ৩। সমান ১ পয়েন্ট করে নিয়ে তিনে ও চারে আছে যথাক্রমে ক্যামেরুন ও সার্বিয়া।

সার্বিয়ার বিপক্ষে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি ২-০ গোলে জেতে ব্রাজিল। সে ম্যাচে চোট পান নেইমার ও রক্ষণভাগের খেলোয়াড় দানিলো। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাদের কাউকেই পাচ্ছে না ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১-০ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ব্রাজিল। এ ম্যাচে সান্দ্রোর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ব্রাজিলের আরেক লেফটব্যাক অ্যালেক্স তেলেস। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যামেরুনের বিপক্ষে সান্দ্রোর জায়গায় খেলবেন তেলেস।

নেইমার ও দানিলোর শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার,‘অ্যাঙ্কেলের চোট থেকে দুজনেই সেরে ওঠার চেষ্টা করছে। দুজনের চোটের ধরন আলাদা। এর মধ্যে নেইমার জ্বরে ভুগলেও এখন তা নিয়ন্ত্রণে। তার চোট থেকে সেরে ওঠার পথে এটি কোনো সমস্যা হবে না। টেকনিক্যাল স্টাফদের বলেছি, এই তিন অ্যাথলেটকে ক্যামেরুনের বিপক্ষে পরের ম্যাচে পাওয়া যাবে না।’

২০১১ সালের নভেম্বরে ব্রাজিল দলে প্রথম ডাক পান সান্দ্রো। দেশের হয়ে ৩৮ ম্যাচ খেলা এই ডিফেন্ডার গত চার বছরে ৮ বার তিতের দলের ডাক পেয়েছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচসহ এ সময়ের মধ্যে ৯ ম্যাচ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সেভিয়ায় ধারে নাম লেখানো এই লেফটব্যাক।

এদিকে নেইমারকে নিয়ে নতুন দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। যা আক্ষরিক অর্থেই দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দিনে নেইমার কেন দলের সঙ্গে নেই, এমন একটা প্রশ্ন ধেয়ে গিয়েছিল ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাছে। তিনি বলেন,‘নেইমার হোটেল রুমে ছিলেন, তার জ্বর হয়েছে। আমরা সবাই তার পাশে আছি। সে যেন শিগগিরই চোট আর অসুস্থতা কাটিয়ে উঠতে পারে, এই কামনা করছি।’

ম্যাচ শেষে নেইমারের অনুপস্থিতির কথা উঠে আসে কোচ তিতের কথাতেও। তিনি জানান, ম্যাচ জিতেও নেইমারকে মিস করেছেন তিনি। ব্রাজিল কোচের কথা,‘বিশ্বকাপে নেইমারকে ছাড়া

এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। আপনাদের মতে সুইজারল্যান্ড ম্যাচের তারকা ক্যাসেমিরো। কিন্তু আমার মতে এটা ছিল দলীয় সাফল্য। তবে অস্বীকার করব না আমরা নেইমারকে মিস করেছি। তার ড্রিবলিং, পাস, গোল করার সক্ষমতা সবকিছুই।’

এদিকে নেইমারের চোট সারাতে চেষ্টার কোনো ক্রুটি রাখছে না ব্রাজিল। ব্রাজিলিয়ান সুপারস্টারকে পাওয়ার জন্য সম্ভাব্য সব চেষ্টাই করা হচ্ছে। নেইমারের চোট দ্রুত সারাতে ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রযুক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজেই জানিয়েছেন সেই কথা।

নেইমারকে নিয়ে সমর্থকদের হতাশার মাঝে আশার আলো দেখাতে পারে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিশেষ প্রযুক্তি, যার নাম কমপ্রেশন বুট। এই বিশেষ বুট পায়ের চোট নিরাময় ত্বরান্বিত করে। এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া, যা পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মাংসপেশী, হাড়ের বিভিন্ন সমস্যা দ্রুত সারিয়ে তোলে। জমে থাকা ল্যাক্টিক অ্যাসিড দূর করে এবং নরম টিস্যুর ব্যাধি দূর করে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, নেইমারের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে নাসার এই প্রযুক্তি।

চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান নর্মা টেক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নতুন প্রজন্মের কমপ্রেশন বুট সব অ্যাথলেটদের দ্রুত চোট কাটিয়ে উঠতে সহায়তা করে। পেশাদার অ্যাথলেটদের কাছে এই প্রযুক্তি বেশ জনপ্রিয় এবং কার্যকর। ফলে এবার অন্তত ব্রাজিল সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন।

গোড়ালির ইনজুরি থেকে আস্তে আস্তে সেরে উঠছেন নেইমার। ইতোমধ্যে তিনি হাঁটাও শুরু করেছেন। ব্রাজিলিয়ান গণমাধ্যম অনুযায়ী গত রোববার থেকে হাঁটা শুরু করেছেন নেইমার। এরপর আস্তে আস্তে তিনি ছোটখাটো দৌড় শুরু করবেন। তবে নেইমারকে নিয়ে সাবধানি ব্রাজিলিয়ান দলের সঙ্গে থাকা ডাক্তাররা। নেইমার ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করে জানিয়েছেন, তার পায়ের ফোলা কমতে শুরু করেছে। যা দল এবং ভক্তদের জন্য বড় সুখবর। ওই পায়ের ফোলা কমার ছবি দিয়ে নেইমার আবার লিখেছেন,‘দেখা যাক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App