×

খেলা

জার্সি অবমাননা: যা বললেন মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০১:১৫ পিএম

জার্সি অবমাননা: যা বললেন মেসি

লিওনেল মেসি

লিওনেল মেসি মেক্সিকোর জার্সি ও পতাকার অবমাননা করেছিলেন- এমনটিই দাবি করেছিলেন দেশটির বক্সার ক্যানেলো আলভারেজ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে ঘুষি মারার হুমকিও দিয়ে বসেন তিনি।

তারই জবাবে মেসি এবার মুখ খুলেছেন। তিনি বলেন, আমি মনে করি ব্যাপারটা ভুল বোঝাবুঝি। আমাকে যাঁরা চেনেন, সবাই জানেন, আমি কখনোই অন্যকে অসম্মান করি না। আমার এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। কারণ, আমি মেক্সিকো জাতীয় দল বা মেক্সিকান জনগণকে অসম্মান করিনি। খবর এনডিটিভি, ইএসপিএনের।

এ প্রসঙ্গে মেক্সিকো দলের অধিনায়ক আন্দ্রেস গুয়ারদাদো বলেন, ভিডিওতে যা দেখা গেছে, তা অস্বাভাবিক কিছুই নয়। ফুটবলের ড্রেসিং রুমে এমন হতেই পারে। তাছাড়া, মেসির ব্যাপারটি পুরোপুরি অনিচ্ছাকৃত।

ঘটনাটা আর্জেন্টিনা- মেক্সিকো ম্যাচের পরে আর্জেন্টিনার ড্রেসিং রুমের। এক ভিডিওতে দেখা যায় সেখানকার মেঝেতে পড়ে আছে মেক্সিকান জাতীয় দলের একটি জার্সি। যেটি হয়তো ম্যাচের পর স্মারক হিসেবে পেয়েছিলেন আর্জেন্টিনার কোনো খেলোয়াড়। নিজেদের ব্যবহৃত জার্সির সঙ্গেই মেক্সিকান জার্সিটিও মেঝেতে রাখা হয়েছিল। দুর্ঘটনাবশত সেই জার্সি মেসির পায়ের নিচে পড়ে।

এই ভিডিও দেখেই রেগে যান মেক্সিকান বক্সার ক্যানালো আলভারেজ। আর তখনই মেসিকে ঘুষি মারার হুমকি দিয়ে বসেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App