সৌদি আরবকে কোণঠাসা করে শেষ ষোলোতে যেতে পারল না মেক্সিকো।
দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের দুই গোলে এগিয়েও গেল তারা। অন্য ম্যাচের ফলও পক্ষেই ছিল। দরকার ছিল কেবল আরেকটি গোল। কিন্তু সেই ম্যাচ শেষ হতে উল্টো নিজেরাই গোল খেয়ে বসল দলটি। ফলে জিতেও একরাশ হতাশা যোগ হলো মেক্সিকো শিবিরে। তাদের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে নকআউট পর্বের টিকেট পেল পোল্যান্ড।
বুধবার (৩০ নভেম্বর) রাত একটায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে ১-২ গোলে সৌদিকে হারায় মেক্সিকো।
ম্যাচটিতে সৌদি আরবের সামনে শেষ ষোলোতে নেয়ার সুযোগ ছিল। মেক্সিকোকে হারাতে পারলেই প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে পরাস্ত করে চমকে দেয়া এই দল নকআউটে পা রাখতে পারত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।