×

সারাদেশ

এবার রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০২:৩৯ পিএম

এবার রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক

ছবি: প্রতীকী

১০ দফা দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে এ ঘোষণা দেয়া হয়। ১১ দফা দাবি না মানলে নাটোরে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথসভা থেকে গত শনিবার পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছিল সমিতির নেতারা। শহরের কানাইখালী এলাকায় আরপি কমিউনিটি সেন্টারে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এই সভায় সভাপতিত্ব করেছিলেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। সভায় ১১ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। এদিকে, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিএনপি বলছে, পরিবহন সংগঠনের আড়ালে থেকে বিএনপির গণসমাবেশ ঠেকাতে এ ধর্মঘটের ডাক সরকার দিয়েছে। তবে শুধু ধর্মঘট নয়, হাজারো প্রতিবন্ধকতা তৈরি করলেও গণসমাবেশ সফল হবে। তবে পরিবহন মালিক-শ্রমিকরা বলছেন, তাদের ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমাদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্যই এ ধর্মঘট। বিএনপির সমাবেশের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জু বিপ্লব বলেন, এটা আমাদের দুই মাস আগের কর্মসূচি। দাবি মানলেই ধর্মঘট প্রত্যাহার হয়ে যাবে। বিএনপির সমাবেশ ঠেকাতে নয়, পরিবহন মালিক-শ্রমিকরা তাদের ন্যায্য দাবির পক্ষে কর্মসূচি ঘোষণা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App