×

খেলা

মেসির সামনে দুই রেকর্ডের হাতছানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৯:৩৫ পিএম

মেসির সামনে দুই রেকর্ডের হাতছানি

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বেশ কঠিন হবে আর্জেন্টিনার। মেসিদের নকআউট পর্বে যেতে হলে জয়ের বিকল্প নেই। ড্র হলে সম্ভাবনা থাকবে, তবে সে ক্ষেত্রে আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকে।

‘সি’ গ্রুপে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে পোল্যান্ড। সেখানে এক জয় ও এক হারে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তিন পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে সৌদি আরব। দুই ম্যাচে এক হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট মেক্সিকোর।

আজকে পোলিশদের বিরুদ্ধে অঘোষিত ‘ফাইনালে’ আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সামনে রয়েছে দুটি রেকর্ড গড়ার হাতছানি। একটা রেকর্ড অবশ্য হয়ে যাবে ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই। অপরটি হবে যদি একটি গোল করতে পারেন।

আজ (বুধবার) দিবাগত রাতে পোল্যান্ডের বিরুদ্ধে পেশাদার ফুটবল জীবনের ৯৯৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। পাশাপাশি বিশ্বকাপে ২২তম ম্যাচ খেলতে নামবেন তিনি। টপকে যাবেন স্বদেশী কিংবদন্তি দিয়েগো মারাডোনাকে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির হবে তখন মেসির।

আর যদি গোল করেন, তা হলেও মেসি টপকাবেন ম্যারাডোনাকে। বিশ্বকাপে ৯টি গোল হবে তার। ম্যারাডোনার গোল ৮টি। মেসির সামনে থাকবেন তখন শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১০)।

পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি নিয়ে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘কঠিন ম্যাচ হতে চলেছে আমাদের সামনে। পোল্যান্ড এমন একটা দল যারা ভালোভাবে রক্ষণ করতে পারে। বিপক্ষের বক্সেও নিমেষের মধ্যে হামলা চালাতে পারে। তাই প্রথম একাদশে কাকে রাখব সেটা এখনো ঠিক করতে পারিনি। তবে এটুকু জানি, আমার দলে ২৬ জন ফুটবলার রয়েছে। প্রত্যেকেই যে কোনো ম্যাচে খেলার জন্য তৈরি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App