×

জাতীয়

বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৩:২০ পিএম

বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: পিএমও

বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: পিএমও

প্রতিবেশীদের কেন্দ্র করে ভারতের পলিসি আছে জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, তার দেশ বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

বুধবার (৩০ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন।

[caption id="attachment_386797" align="aligncenter" width="1500"] বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: পিএমও[/caption]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, প্রতিবেশীদের নিয়ে ভারতের একটা পলিসি আছে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। যে কোনোকিছুতে বাংলাদেশের প্রায়োরিটি (অগ্রাধিকার) বেশি।

ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে আশা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সব সময়ই ভালো বন্ধু। সামনেও বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার হবে।

সন্ত্রাসের বিরুদ্ধে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার বলেন, এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায়, সন্ত্রাস দমনে বাংলাদেশ-ভারতব এক সঙ্গে কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App