×

খেলা

ফ্রান্সকে হারিয়ে তিউনিশিয়ার দুর্দান্ত জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১১:০১ পিএম

ফ্রান্সকে হারিয়ে তিউনিশিয়ার দুর্দান্ত জয়

ছবি: সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে তিউনিশিয়ার দুর্দান্ত জয়
ফ্রান্সকে হারিয়ে তিউনিশিয়ার দুর্দান্ত জয়
ফ্রান্সকে হারিয়ে তিউনিশিয়ার দুর্দান্ত জয়
ফ্রান্সকে হারিয়ে তিউনিশিয়ার দুর্দান্ত জয়

কাতার বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে  ১-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তিউনিশিয়া।

বুধবার (৩০ নভেম্বর) এডুকেশন সিটি স্টেডিয়ামের ম্যাচে বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হয় তিউনিশিয়া। তবে প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি আরব দেশটি। প্রথমার্ধ শেষে গোলশূন্য থেকেছে দুই দল।

তবে বিরতির পর ৫৭ মিনিটে প্রায় ৩০ গজ দৌড়ে তিউনিশিয়ার অধিনায়ক ওয়াবি কাজরির করা গোলে এগিয়ে গেল তিউনিশিয়া। এবারের বিশ্বকাপের প্রথম গোল তিউনিশিয়ার। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তিউনিশিয়ার সমর্থকরা। ফলাফল ফ্রান্স ০-১ তিউনিশিয়া। পরে শেষ মূহূর্তে ফ্রান্স গোল দিলেও তা অফসাইডের কারণে বাতিল হয়।

এদিকে, এমবাপ্পে-জিরুডদের বিশ্রাম দিয়ে আজ আক্রমণে কোনো ধারই দেখাতে পারেনি ফ্রান্স। গত দুই ম্যাচে গোলবন্যায় জয় নিশ্চিত করা দলটি তিউনিশিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোলে শট নিয়েছে কেবল একটি। কিন্তু সে শটও থাকেনি গোলমুখে।

অন্যদিকে, বল দখলে একটু পিছিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলেছে তিউনিশিয়া। অষ্টম মিনিটে একবার জালে বলও জড়িয়েছিল আরব দেশটি। কিন্তু অফসাইডের কারণে শেষমেষ বাতিল হয় সেই গোল।

১৭তম মিনিটে একবার সুযোগ হাতছাড়া করে তিউনিশিয়া। ফ্রেঞ্চ ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকেও গোলমুখে রাখতে পারেননি বেন স্লিমেন। সময় গড়াতে থাকলে আক্রমণে ধার আরও বাড়তে থাকে তিউনিশিয়ার। তবে আরব দলটির একের পর এক আক্রমণ ব্যর্থ করে দিতে থাকেন ফ্রেঞ্চ গোলরক্ষক।

তবে আগের ম্যাচেই শেষ ষোল নিশ্চিত করেছে ফ্রান্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App