×

জাতীয়

ইশরাকের আগাম জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৮:৩২ পিএম

ইশরাকের আগাম জামিন
ইশরাকের আগাম জামিন
ইশরাকের আগাম জামিন

ইশরাক হোসেন। ফাইল ছবি

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে গৌরনদীতে দায়েরকৃত হামলা-ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩০ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

গত শনিবার (৫ নভেম্বর) ইশরাককে প্রধান আসামি করে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন বলেন, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App