নারী পুলিশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত

আগের সংবাদ

দিবালাকে যে কারণে খেলাচ্ছেন না স্ক্যালোনি

পরের সংবাদ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ , ৩:৪২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৩০, ২০২২ , ৪:০৩ অপরাহ্ণ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয় সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইনের নির্মাণকাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

শরিফুল আলম জানান, দ্রুত কাজ শেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন বন্ধ থাকবে। এ রুটে প্রতিদিন ২৬টির মতো ট্রেন চলাচল করে। একই সময়ে সড়কপথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়