×

আন্তর্জাতিক

ভারতে করোনায় ন্যাস্যাল ভ্যাকসিন অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০১:২৮ পিএম

ভারতে করোনায় ন্যাস্যাল ভ্যাকসিন অনুমোদন

করোনাভাইরাস মোকাবিলায় ন্যাস্যাল ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। এর মধ্য দিয়ে প্রথমবার নিজেদের তৈরি সুঁই ছাড়া করোনা ভ্যাকসিন বাজারে আনতে যাচ্ছে ভারতীয় কোম্পানি বায়োটেক। ১৮ বছরের বেশি বয়সীদের হেটেরোলগাস বুস্টার ডোজ হিসেবে এই ভ্যাকসিন দেয়া যাবে।

বায়োটেক উল্লেখ করেছে, করোনা মোকাবিলায় তৈরি ইন্ট্রান্যাসাল ভ্যাকসিন ইনকোভ্যাক অর্থাৎ বিবিভি-১৫৪ নিরাপদ বলেই ল্যাবের পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এর ফেজ থ্রির নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ট্রায়ালে সহনীয় ও ইমিউনোজেনিক বলে প্রমাণিত হয়েছে বলেও দাবি করা হয়েছে। খবর-ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App