×

খেলা

কাসেমিরো বিশ্ব সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৬:১৪ পিএম

কাসেমিরো বিশ্ব সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার

কাসেমিরো

দলের প্রাণভোমরা নেইমারকে ছাড়াই কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ জি গ্রুপের ম্যাচে কাসেমিরোর গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে তারা। এ জয়ের পর কাসেমিরোর প্রশংসায় মেতেছেন নেইমার।

টুইটারে নেইমার লিখেছেন, কাসেমিরো দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। এরপর সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতের কাছে জানতে চাওয়া হয় তিনি নেইমারের মন্তব্যের সঙ্গে একমত কিনা। জবাবে তিতে বলেন, আমার অভ্যাস হলো আমি সবসময় অন্যের মতামতকে শ্রদ্ধা করি এবং সেটা নিয়ে কোনো মন্তব্য করি না। তবে আজ আমি করব। আমি নেইমারের সঙ্গে একমত।

বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড ছিল না ব্রাজিলের। তবে কাসেমিরোর গোলে এবার নতুন ইতিহাস লিখল সেলেসাওরা। সোমবারের জয়ের ফলে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে জি গ্রুপের শীর্ষে আছে। সমান ম্যাচে সুইসদের পয়েন্ট তিন। ক্যামেরুন ও সার্বিয়ার পয়েন্ট এক করে। শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারলেও কোনো সমস্যা নেই ব্রাজিলের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App