×

খেলা

উরুগুয়ে-পর্তুগাল ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০২:১২ এএম

উরুগুয়ে-পর্তুগাল ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য

ছবি: এএফপি

উরুগুয়ে-পর্তুগাল ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য
উরুগুয়ে-পর্তুগাল ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য
উরুগুয়ে-পর্তুগাল ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য
উরুগুয়ে-পর্তুগাল ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য

হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে উরুগুয়ে-পর্তুগাল ম্যাচটি গোলশূন্যই রয়ে গেল। যদিও আজকের গুরুত্বপূর্ণ এ ম্যাচে লুইস সুয়ারেজকে ছাড়াই একাদশ সাজিয়ে দলকে মাঠে নামিয়েছেন উরুগুয়ে কোচ। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এডিনসন কাভানি। খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণের ধার চোখে পড়ার মতো ছিল।

বিশেষ উরুগুয়ের বেন্টানচুর মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে ডি-বক্সের ঠিক আগে তিনজন পর্তুগিজ ডিফেন্ডারকে কাটিয়ে যখন ভেতরে ঢোকেও শুধু গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। দুর্ভাগা বেন্টানচুর জন্য আফসোস ছিল সমর্থকদের। গোলটি হলে হয়তো কাতার বিশ্বকাপ মঞ্চের সেরা গোলের তকমা পেয়ে যেতে পারতো। আর উরুগুয়েও এবারের বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেয়ে এগিয়ে থাকতে পারতো।

৬৯% বল নিজেদের দখলে নিয়েও ম্যাচের পুরো প্রথমার্ধে গোলের দেখা পায়নি ক্রিশ্চিয়ানো রোনালদোরা। উরুগুয়ের শক্তিশালী রক্ষণভাগ পর্তুগিজ আক্রমণভাগের খেলোয়াড়দের বেশ ভুগিয়েছে।

৩২ মিনিটে ম্যাচের সবচেয়ে আলোচিত এবং গোলের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন বেন্টানচুর। মাঝমাঠ থেকেই বল টেনে নিয়ে ডি-বক্সের ভেতর ঢুকে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি।

এমন সুযোগ নষ্ট করে মাঠেই নিজের উপর রাগ ঝাড়েন এই টটেনহ্যাম মিডফিল্ডার। প্রথম ৪৫ মিনিটে আর তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই। ফলে গোলশূন্য ড্র অবস্থাতেই শেষ হয় খেলা।

পর্তুগালের বিপক্ষে জমজমাট লড়াইয়ে প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ করে দুই দল।

পরিসংখ্যান বলছে, প্রথম ম্যাচ জিতে নকআউট রাউন্ডের পথে এক পা অনেকটা দিয়েই রেখেছে রোনালদোর পর্তুগাল। এই ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে তাদের। প্রথম ম্যাচে চোট পাওয়ায় এই ম্যাচে থাকছেন না ডিফেন্ডার দানিলো। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেপে।

পর্তুগাল একাদশ: (ফরমেশন ৪-১-২-১-২)

দিয়েগো কস্তা, পেপে, রুবেন দিয়াজ, রুবেন নেভেস, রাপাল গুয়েরেইরো, হোয়াও ক্যান্সেলো, বার্নার্ডো সিলভা, কার্ভালহো, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও ফেলিক্স এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

কোচ: ফার্নান্দো সান্তোস

উরুগুয়ে একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)

সার্জিও রোশেত, কোয়াতেস, হোসে মারিয়া জিমেনেজ, ভারেলা, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, ম্যাতিয়ান ভেসিনো, রদ্রিগো বেনতানচুর, ফেডেরিকো ভালভার্দে, ডারুউইন নুয়েজ, এডিনসন কাভানি

কোচ: দিয়েগো মার্টিন আলোনসো লোপেজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App