×

জাতীয়

উখিয়া ক্যাম্পে ফের রোহিঙ্গা নেতা খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৩:৪৬ পিএম

উখিয়া ক্যাম্পে ফের রোহিঙ্গা নেতা খুন

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে এপিবিএন সদস্যরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নেতা সাহাবুদ্দিন খুন হয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল পৌনে পাঁচটার দিকে এইচ/১৪ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুদ্দিন ক্যাম্পে বসবাসকারী এবং মিয়ানমারের মংডু মেরুল্লাহ গ্রামের মৌলভী মনির আহাম্মদের ছেলে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের উখিয়া ৮ এপিবিএন সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে উখিয়া বালুখালী-২ (এফডিএমএন) ক্যাম্প- ১২’র এইচ/১৪ ব্লকে ৭-৮ জন দুষ্কৃতকারীরা এসে সাহাবুদ্দিন মাঝির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তাদের উপস্থিতি টের পেয়ে সাহাবুদ্দিন ঘরের পেছনের দরজা দিয়ে পালাতে গেলে দুষ্কৃতিকারীরা তাকে ধরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ইন্সপেক্টর মো. মাইনউদ্দীন ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে। এ খুনের ঘটনায় জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

এদিকে সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে ৮ এপিবিএনের সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং নিহতের আত্মীয়-স্বজন, ঘটনার সাক্ষী ও মাঝিদের সঙ্গে কথা বলেন। জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি, পুলিশি টহল ও অভিযান পরিচালনার নির্দেশনা দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App