বাজারে এসেছে দুই ও পাঁচ টাকার নতুন নোট। সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিন স্বাক্ষরিত এক পরিপত্রে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থবিভাগ।
সোমবার (২৮ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত দুই ও পাঁচ টাকার নোটে সিনিয়র অর্থসচিবের স্বাক্ষর সংযোজন করে মুদ্রণ করা হয়েছে। আজ থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকেও ইস্যু করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।